বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্ত-অনুরাগীরা তাকে ঢাকাই সিনেমার কুইন বলে ডাকেন। একটা সময় দেশের সিনেমা হলগুলোতে তারই রাজত্ব ছিলো। মাঝে অভিনয়ে ছিলেন অনিয়মিত। বিরতি ভেঙ্গে ফিরে নতুন উদ্যমে কাজ করছেন তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এদিকে এই নায়িকা ওয়ালমার্ট নামের ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন। গত ৩ সেপ্টেম্বর ওয়ালমার্ট নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদসহ গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল মালা খন্দকার।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্ট এর পণ্য পৌছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। সুলভ মূল্য এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকাঙ্খীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।’ অপু বিশ্বাস অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈসা খাঁ’ সিনেমা দুটি।
মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’, বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ও কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা সুবীর ম-ল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।