বিনোদন প্রতিবেদকঃ
অভিনেত্রী সোহানা সাবা বর্তমানে কুয়াকাটায় অবস্থান করছেন। নতুন একটি ওয়েব সিরিজের শুটিংয়েই সেখানে গিয়েছেন তিনি। ওয়েব সিরিজটির নাম ‘বলি’। পরিচালনা করছেন শঙ্খ দাস গুপ্ত। সোহানা সাবা গণমাধ্যমকে বলেন, ‘এ ওয়েব সিরিজে আমার চরিত্রের নাম আনারকলি। ব্যতিক্রম একটি গল্প। গতকাল কুয়াকাটা পৌঁছেছি শুটিংয়ের জন্য। কুয়াকাটার পর মানিকগঞ্জে এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। কাজটি নিয়ে আমি আশাবাদী।’ এখানে সোহানা সাবা ছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের, শারমিন আঁখিসহ অনেকে। হইচই প্ল্যাটফরমের জন্য নির্মাণ হচ্ছে এই সিরিজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।