কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। সোমবার (১৪ মার্চ) হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। এর আগে ২০২১ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা।

সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। পরে গত ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়িকা সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী ইলিয়াস হোসাইন। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।

 

 

কলমকথা/ বিথী