বাংলাদেশের কণ্ঠশিল্পী সাব্বির নাসিরের কণ্ঠে নতুন গান প্রকাশ হয়েছে সম্প্রতি। গানের শিরোনাম ‘ধ্যানে জ্ঞানে’। শিল্পী জানিয়েছেন, এটি একটি সুফি ঘরানার গান। লিখেছেন ও সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটিতে সাব্বিরের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়িকা শম্পা বিশ্বাস। নতুন এ গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘এটি প্রথমে সলো গান হিসাবে প্রকাশ করার পরিকল্পনা ছিল।

কিন্তু ভাবলাম সুফি-ফোকে নতুন কিছু হোক। তাই গানটি ডুয়েট করা। আশা করছি, নতুন এ গানটি সবার ভালো লাগবে।’ শম্পা বিশ্বাস বলেন, ‘বিশ্বাস করি, আমাদের জুটির আরেকটি প্রশংসনীয় সৃষ্টি হবে এই গান।’

 

 

কলমকথা/ বিথী