গতকাল গোটা দেশেই মহাসমারোহে পালিত হয়েছে শিবরাত্রি৷ সাধারণ থেকে সেলেব সবাই অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে৷ বাদ পড়লেন না করিনা কাপুর খান ও সইফ আলি খান পুত্র তৈমুর আলি খান৷ কপালে ত্রিনয়ন এঁকে তৈমুর সাজলেন শিব৷ সেই ছবিই এখন সোশাল মিডিয়া ভাইরাল হয়েছে৷ Photo: (Himanshu Shinde/ TOI)

শিব সাজলেন তৈমুর আলি খান