জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ধারণ করা হয়েছে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’।
একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথিতযশা কবিদের কবিতা আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, গোলাম সারোয়ার, দেওয়ান সাইদুল হাসান, ড. নিমাই মণ্ডল, আহসান উল্লাহ তমাল, মাসকুর এ সাত্তার কল্লোল, মীর মাসরুর জামান রনি, কাজী মাহতাব সুমন, নাসিমা খানম বকুল ও মম জুয়েল।
সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটি (১৭ মার্চ) বিটিভির অনুষ্ঠানমালায় প্রচার করা হবে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।