করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। রোববার অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এ খবর দিয়েছেন। খবর এনডিটিভির।

মেহেদি হাতে মেয়ে নিশা দেবগনের ছবি ইনস্টাগ্রামে দিয়ে কাজল স্বভাবসুলভ রসিকতায় লিখেছেন— সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

কাজলের মেয়ে পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। তবে তার স্বামী অজয় করোনা আক্রান্ত কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।

কাজলকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ত্রিভাঙ্গা সিনেমায়। তাকে পরবর্তী ‘দ্য লাস্ট হুরেই’ তে দেখা যাবে যা অভিনেত্রী-পরিচালক রেবতীর একটি পারিবারিক নাটক। আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ ছবিতে তার শুটিং বন্ধ থাকছে বলে খবর পাওয়া গেছে।

 

কলমকথা/রোজ