মা হতে চলেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। নতুন বছরে কাজলের স্বামী গৌতম কিচলু বিষয়টি নিশ্চিত করেছেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গৌতম কিচলু। এতে কাজলের একটি ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
পাশাপাশি এই পোস্টে অন্তঃসত্ত্বা নারীর ইমোজি ব্যবহার করেছেন তিনি। এরপরই কাজলের ভক্তরা এই অভিনেত্রীকে অভিনন্দন জানতে শুরু করেন। এর আগে নতুন বছরের প্রাক্কালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন কাজল। সেখানে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়।
ছবিটির ক্যাপশনে কাজল আগরওয়াল লেখেন, ‘পুরোনো দিন ভুলে, নতুন দিনের প্রত্যাশায়! শুভ নববর্ষ। ২০২১ সালের প্রতি কৃতজ্ঞ। আর অন্তরে জ্ঞান, দয়া ও ভালোবাসা নিয়ে ২০২২ সালে প্রবেশ করতে চাই।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।