ধনী বিপত্মীক পঞ্চাশ বছর বয়সী আন্দালিব চৌধুরী। একমাত্র ছেলে সোহানকে নিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছিল দিন। এমন সময় তার জীবনে এলো রুমা নামের ২৫ বয়সী এক মেয়ে (মিলি)। মেয়েটি ছিল তার পিএ। মেয়েটির সাতকুলে কেউ নেই। বেশ মায়া পড়ে গেল মেয়েটির প্রতি। সেখান থেকে তা আস্তে আস্তে পরিণত হলো ভালোবাসায়। বিয়েও হলো।
বিয়ের কয়েক দিনের মাথায় বিশ্বস্ততাও অর্জন করল। আন্দালিব মেয়েটিকে নমিনি করে দিল বেশ কিছু ব্যাংক ব্যালেন্স।
ওদিকে কিছু দিন পরে পিএ হিসেবে এলো ইকবাল নামের সুদর্শন এক যুবক (সজল)। রুমা ও ইকবালের মাঝে প্রেম জন্মাল। তারা কিছু দিনের মাথায় পরিকল্পনা করল আন্দালিব সাহেবকে খুন করবে।
সদ্যপ্রয়াত কাজী আনোয়ার হোসেনের গল্পে প্রথম নির্মিত টেলিফিল্মটিতে আন্দালিবের চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম। যুবকের চরিত্রে সজল এবং রুমার চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। গোলাম হাবিব লিটুর পরিচালনায় টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৫ মিনিটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।