বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমানের মরদেহ দেশে আনা হচ্ছে। রোববার (২০ মার্চ) দুপুরে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই গুণী পরিচালকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা। তিনি বলেন, আজিজ ভাইয়ের মরদেহ আগামীকাল দুপুরে ঢাকায় পৌঁছাবে। আমরা সেখান থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ গ্রহণ করে এফডিসিতে নিয়ে আসবো। উনার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর এফডিসিতে জানাজা অনুষ্ঠিত হবে। জানা যায়, এফডিসি থেকে আজিজুর রহমানের মরদেহ নেওয়া হবে তার ঢাকার বাসা ধানমন্ডিতে।
সেখানে বায়তুল আমান জামে মসজিদে বাদ মাগরিব আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি বগুড়ার সান্তাহারে। সেখানে এই কিংবদন্তি নির্মাতার ইচ্ছায় তার মায়ের কবরে তাকে চিরশায়িত করা হবে। উল্লেখ, ১৪ মার্চ কানাডার টরোন্টোতে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।