![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/image-517531-1644216595.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
মার্কিন মডেল কাইলি জেনার দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তিনি কিম কার্দাশিয়ানের বোন। জেনারের ঘরে রয়েছে চার বছরের এক কন্যাসন্তান স্টর্মি ওয়েবস্টার।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানিয়েছেন কাইলি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ অফ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর ২৪ বছর বয়সি উদ্যোক্তা কাইলি জেনার বলেছিলেন, বাবা হতে চলেছেন তার প্রেমিক সংগীতশিল্পী ট্র্যাভিস স্কট।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন কাইলি জেনার, যেখানে নবজাতকের আদুরে হাত স্পর্শ করে আছেন কাইলি। ক্যাপশনে নীলরাঙা হৃদয়ের ইমোজি দিয়ে বিশেষ দিনটি লিখেছেন এভাবে—২/২/২২।
ফ্যাশন জগতের অন্যতম রানি কাইলি জেনার ও তার বোন কিম কার্দাশিয়ান। কাইলি জেনার অন্তর্জালে খুব জনপ্রিয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার অনুসারীর সংখ্যা ৩০৯ মিলিয়ন।
২০১৭ সাল থেকে প্রেম করছেন এই জুটি। ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন কাইলি। এর পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ব্রেকআপ হয়ে যায় কাইলি ও স্কটের। কিন্তু করোনাকালীন লকডাউনের সময় সন্তানের কথা ভেবে তারা একসঙ্গে বসবাস করেন। সেই সুবাদে পুনরায় সম্পর্ক গড়ে ওঠে।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে কম বয়সি বিলিয়নিয়ার হলেন কাইলি জেনার। তিনি মডেলিংয়ের পাশাপাশি প্রসাধনী ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।