নানা গুঞ্জন আর জল্পনার ডালপালা বিস্তারের পর অবশেষে বলিউড বাদশাহ শাহরুখ খান জানালেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। ফলে শেষ হয়েছে এই অভিনেতার কোটি কোটি ভক্তের অপেক্ষার প্রহর।
সামাজিক মাধ্যমে ‘পাঠান’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা দিয়ে ভক্তদের উদ্দেশে শাহরুখ লেখেন, ‘আমি জানি, বড্ড দেরি হয়ে গেছে, কিন্তু তারিখটি মনে রেখো, পাঠানের সময় শুরু হলো। প্রেক্ষাগৃহে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ২৫ জানুয়ারি, ২০২৩। মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।’ এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকেও। সাথে আছেন ডিম্পল কাপাডিয়া। সালমান খানও বিশেষ ভূমিকায় অবতীর্ণ হবেন এই সিনেমায়।
সিনেমায় গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।
এদিকে, গত বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউড বাদশাহ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।