শেখ রুনা, একাধারে একজন নাট্যপরিচালক এবং অভিনেত্রী। খুলনার মেয়ে শেখ রুনা যদিওবা নাটক নির্মাণেই বেশি আগ্রহ প্রকাশ করে আসছেন শুরু থেকে, কিন্তু এখন তিনি অভিনয়েও নিজেকে ব্যস্ত করে তুলতে চাইছেন।
শেখ রুনা বাংলাদেশের নারী নির্মাতাদের মধ্যে বেশ আলোচিত এবং প্রশংসিত। ২০১৭ সালে দুর্ঘটনা থেকে সুস্থ হয়েই তিনি নির্মাণ করেন ‘ভালোবাসার এপার ওপার’ নামের একটি নাটক। এতে অভিনয় করেছিলেন কল্যাণ কোরাইয়া, মৌসুমী হামিদসহ অনেকে।
৮ এপ্রিল এই মিডিয়া কর্মীর জন্মদিন। এ উপলক্ষে শেখ রুনা বলেন, মানুষের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে নতুন জীবন ফিরে পেয়েছিলাম। আর তখন থেকেই জীবনের হিসাবনিকাশ বদলে ফেলেছি।
মানুষের জন্য নিজেকে নিবেদিত করে সারাটা জীবন কাজ করে যেতে চাই। চাই মানুষের ভালোবাসা। কেউ যেন কোন কারণে আমার উপর রাগ না করেন, অভিমান না করেন। আমার ব্যবহারে কষ্ট না পান সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবো। নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়টাও করে যেতে চাই।
শেখ রুনা জানান, জন্মদিন উপলক্ষে অনেকটা সময় কাটবে দেশের কিংবদন্তি আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ও তার স্ত্রী রায়না মাহমুদের সঙ্গে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।