ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী সোনু নিগম। তিনি এবার গানের রিয়েলিটি শো নিয়ে মুখ খুললেন। হিন্দি রিয়েলিটি শোগুলোর কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, প্রতিযোগী গান খারাপ গাইলেও প্রশংসা করতে বলে তারা।
সম্প্রতি ভার্চুয়ালি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন সোনু। তিনি দাবি করেন, হিন্দি রিয়েলিটি শোগুলোর কর্তৃপক্ষ আজকাল বলেন- প্রতিযোগীদের গানের প্রশংসা করতে হবে, যদি তারা খারাপ গান গায় তাহলেও।
আর এ কারণে হিন্দি রিয়েলিটি শো ছেড়েছেন তিনি। এদিকে, শুধু সোনু নিগম নয়, গত বছর কিশোর কুমারের ছেলে অমিত কুমার একই অভিযোগ করেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর বিরুদ্ধে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।