নতুন ঘোষণা দিয়ে ফের আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। জানালেন, ‘সৃজিতপত্নী’ উল্লেখের বিষয়ে ঘোর আপত্তি রয়েছে তার।
কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর থেকে খবরের শিরোনামে তার নামের আগে ‘সৃজিতপত্নী’ লেখা হচ্ছে।
এ বিষয়ে জনপ্রিয় এই অভিনেত্রীর যে আপত্তি, তাকে মিথিলা নামেই চেনে সবাই। তবে শুধু সেই নামে ডাকতে অসুবিধা কোথায়? সৃজিতের সঙ্গে তার বিয়ের বিষয়টিও সবার জানা। স্বামীর নাম কি বারবার জুড়ে দিতে হবে নামের সঙ্গে?
এর পর মিথিলা জানান, ‘সৃজিতপত্নী’ নামে ডাকলে তার আপত্তি থাকবে না। তবে এ নিয়ে শর্তজুড়ে দিয়েছেন তিনি।
বললেন, যতবার তাকে ‘সৃজিতপত্নী’ বলা হবে; ঠিক ততবারই সৃজিতের উদ্দেশে বলতে হবে ‘মিথিলাপতি’।
উল্লেখ্য, নারী দিবস উপলক্ষ্যে গত ৮ মার্চ এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি শর্টফিল্ম কেন্দ্র করে সংবাদ করে পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম।
সেই সংবাদটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে মিথিলা লেখেন— ‘আমাকে যতবার সৃজিতপত্নী লিখবেন, ততবার সৃজিতকেও মিথিলাপতি লিখবেন’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।