নিজের ২৫ তম চলচ্চিত্রে শাবনূরকে গুরুত্বপূর্ণ চরিত্রে চান বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী। শাবনূর ছাড়া এই চরিত্র আর অন্য কাউকে দিয়ে করানো সম্ভব নয় বলে মনে করেন এই পরিচালক। নায়ক হিসেবে এই সিনেমায় থাকবেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান।

তবে সিনেমাটি শেষ পর্যন্ত বানানো হবে কিনা এই ব্যাপারে দ্বিধাদ্বন্দে আছেন মালেক আফসারী নিজেই। তিনি বলেন, ‘এখানে বেশকিছু ব্যাপার আছে। শাবনূর, শাকিব দু’জনই এখন দেশের বাইরে। আর শাবনূর কখনই মূল নায়িকা চরিত্র ছাড়া অভিনয় করবেন না।

তবে গল্প যদি ভিন্নরকম হয়, শাকিবের সাথে শাবনূরের চরিত্রের যদি সমান গুরুত্ব থাকে তাহলে কাজ করা হতে পারে। স্ক্রিপ্ট এখনো সম্পূর্ণ প্রস্তুত হয়নি, কাজ চলমান তাই বলা যায় দিল্লী এখনও বহু দূর’।

এছাড়াও শাকিব-শাবনূর কারও সাথেই এই বিষয়ে এখনও কথা বলেননি আফসারী। এদিকে, এর আগে আফসারীর চলচ্চিত্রে (বোমা হামলা, মনের জ্বালা) শাবনূর চুক্তিবদ্ধ হয়েও কাজ করেননি।

 

কলমকথা/ বিথী