শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নায়ক ইমনকে এফডিসিতে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। নায়ক নিজেই গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন। এ ঘটনায় এফডিসি জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিয়ে চিত্রনায়ক ইমন গণমাধ্যমকে বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে আমি শিল্পী সমিতির অফিস সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম। সাথে ছিলেন নিপুণ, রিয়াজ ও হিরো আলমসহ অনেকেই। দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তার সঙ্গে আমি কুশল বিনিময় করতে যাই। তখন আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন এক বহিরাগত।’

ইমন বিষয়টিতে বিস্মিত হয়ে মিশার দিকে এগিয়ে এলে যুবকটি ফের ধাক্কা দেয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা দেয়। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই। মিশা ভাই মীমাংসা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। পরে আমি চলে আসি।’
নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হচ্ছে জানিয়ে নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘আমরা এই কর্মকাণ্ডে মর্মাহত। বহিরাগত দ্বারা আমাদের প্রার্থীর গায়ে আঘাত করা হচ্ছে। আমরা নাকি বহিরাগত নিয়ে আসি, কারা বহিরাগত নিয়ে আসছে এটা সবাই জানে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছি।’ যদিও এ নিয়ে মিশা সওদাগরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।