সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নবাগত চিত্রনায়িকা উষ্ণ হক। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাওয়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন বলেন জানিয়েছেন এই অভিনেত্রী। দুর্ঘটনার বর্ণনা দিয়ে উষ্ণ হক বলেন, ‘শনিবার রাতে আমি মাওয়া হাইওয়ে দিয়ে আসছিলাম। এমন সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে আমার গাড়িতে এসে আঘাত করে। তখন গাড়িতে আমি ও আমার ড্রাইভার ছিলাম।
তিনি আরো বলেন, ‘আমি মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছি। পাশাপাশি আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড ভয় পেয়েছিলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বড় কিছু ঘটেনি।’ বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন উষ্ণ। তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘সিক্রেট এজেন্ট’, ‘ওস্তাদ’ নামের এ দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে বাপ্পি ও রোশান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।