জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কন্যা সন্তনের মা হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে মা হয়েছেন শ্রিয়া।

কিন্তু খবরটি এতদিন গোপন রেখেছিলেন। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শ্রিয়া। সেখানেই দেখা যায়, তার স্বামী এবং সন্তানকে। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমরা পাগলামি করে অসাধারণভাবে ২০২০-এর কোয়ারেন্টাই কাটিয়েছি। যখন গোটা পৃথিবী কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমাদের পৃথিবীটা একেবারে বদলে গিয়েছিল।

নতুন কিছু শেখা, নতুন উত্তেজনায় ভরা ছিল আমাদের পৃথিবী। আমাদের জীবনে পরী এসেছে আশীর্বাদ হয়ে। আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’ ২০১৮ সালে ভারতের উদয়পুরে রাজকীয় আয়োজনের মাধ্যমে আন্দ্রেই কসচেভকে বিয়ে করেন শ্রিয়া। আন্দ্রেই একজন ব্যবসায়ী। অর্গানিক খাবারের রেস্তোরাঁ রয়েছে তার। ২০১৫ সালে বেস্ট ইয়ং ইন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।