চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও এর উত্তাপ এখনও রয়ে গেছে এফডিসিতে। পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণের আবেদনের ভিত্তিতে আজ (৫ ফেব্রুয়ারি) বিকালে আপিল বোর্ডের মিটিং। এ উপলক্ষে এফডিসিতে হাজির হয়েছেন ভোটাধিকার বঞ্চিত শিল্পীরা। তারা জায়েদ খানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

জানা যায়, বিকাল ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিল্পীরা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের প্রধান আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে।

এদিকে গতকাল রাতেই জায়েদ খান আজকের মিটিংয়ে হাজির হবেন না বলে জানিয়েছেন। শুধু তাই নয়, আপিল বোর্ডের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন তিনি।