ভারতীয় টেলিভিশন জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘অপরাজিতা অপু’। নাটকটির ‘অপু’ চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। রোববার (২১ নভেম্বর) বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে এ খবর জানান সুস্মিতা নিজেই। তাতে দেখা যায়—মুখে মাস্ক পরে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সুস্মিতা। তার চোখ-মুখ ফ্যাকাসে। অভিনেত্রীর এমন বেহাল দশা দেখে উদ্বিগ্ন ভক্তরা। সবাই প্রিয় অপুর দ্রুত আরোগ্য কামনা করছেন। আরেক ভিডিওতে দেখা যায়, সুস্মিতার হাতে চ্যানেল করা। তবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন এই অভিনেত্রী।
কয়েক দিন আগেই নাটকে আঘাত পেয়েছিলেন সুস্মিতা। সেই ঘটনাই বাস্তবে ঘটবে তা কে জানত। যা নিয়ে এ অভিনেত্রীরও বিস্ময় কম নয়। এ বিষয়ে সুস্মিতা বলেন, শুটিংয়ের সময়েই কেন জানি না মনে হতো, বাস্তবেও এমন কিছু হবে না তো! সেই ভয়টাই সত্যি হলো!’
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আপাতত সুস্মিতাকে ছাড়াই চলেছে ধারাবাহিকটির শুটিং। খুব বেশিদিন কাজ থেকে ছুটি নিতে পারবেন না অভিনেত্রী। মেগা ধারাবাহিকের নায়িকা হওয়ার বড় দায় কমিটমেন্ট! সব কিছু ঠিক থাকলে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে সুস্মিতাকে। তারপর একদিনের বিশ্রাম নিয়েই হয়তো কাজে যোগ দেবেন ‘অপু’ সুস্মিতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।