বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী জুহি চাওলা।
দু’জনই নয়ের দশকের বেশ জনপ্রিয় অভিনয়শিল্পী। ‘দিওয়ানা মাস্তানা’ সিনেমার একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছেন। কিন্তু পরবর্তীতে আর জুটি বেঁধে অভিনয় করেননি তারা। একটি অনুষ্ঠানে এর কারণ জানতে চাওয়া হলে জুহি বলেন, ‘আমাদের অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে সালমানের সঙ্গে আমার একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল। আমি সেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। এরপরজুহি আমার সঙ্গে কখনো কাজ করতে চায়নি সুপারস্টার হয়ে যায়।
আর জানায়, জুহির সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করব না।’ অন্যদিকে এ প্রসঙ্গে ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘জুহি আমার সঙ্গে কখনো কাজ করতে চায়নি। এর কারণ সে-ই ভালো বলতে পারবে।’ এদিকে জুহি চাওলাকেও বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন সালমান। কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিলেন। এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই স্বীকার করেছেন সালমান। তিনি বলেন, ‘জুহি খুবই মিষ্টি মেয়ে। দেখতেও আকর্ষণীয়া! আমি তাকে বিয়ের জন্য তার বাবার কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। তিনি না করে দিয়েছেন। হয়তো কিছু বিষয়ে উপযুক্ত মনে করেননি।’ ধারণা করা হয়, এ কারণেই জুহির সঙ্গে আর পর্দায় হাজির হননি ‘বজরঙ্গি ভাইজান’।
তবে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে এখন বেশ ভালো বন্ধু সালমান-জুহি। কফি উইথ করন’-এর এক পর্বে জুহি বলেছিলেন, ‘অতীতে তার (সালমান) সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু এখন সবকিছু ঠিকঠাক আছে। সে আমার দিকে এমনভাবে তাকাত মনে হতো আমাকে চেনেই না! তবে তার মনে কি চলত তখন বুঝতে না পারলেও এখন বুঝি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।