বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার পরবর্তী সিনেমাগুলোর একটি ‘গণপথ: পার্ট ওয়ান’। সিনেমাটির শুটিং সেটে আহত হয়েছেন এই অভিনেতা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে তার আঘাতের খবরটি জানিয়েছেন টাইগার। বাম চোখে আঘাত পেয়েছেন তিনি।
একটি ছবি পোস্ট করে ‘বাঘি’ সিনেমাখ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘গণপথের শেষ মুহূর্তে এই বাজে ঘটনা ঘটেছে।’ জানা গেছে, ‘গণপথ: পার্ট ওয়ান’ সিনেমায় টাইগার শ্রফকে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে।
এতে তার বাবার চরিত্রে অভিনয়ের জন্য মেগাস্টার অমিতাভ বচ্চনকে নিতে চাইছেন নির্মাতারা। তবে ‘বিগ বি’ এই বিষয়ে তার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি। সিনেমাটিতে আরো আছেন কৃতি স্যানন ও এলি আবরাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।