যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বলা হয়ে থাকে ‘পৃথিবীর সড়ক সংযোগস্থল’ টাইমস স্কয়ার। এখানকার বিলবোর্ডগুলোতে বিভিন্ন সিনেমা, গানের প্রচারণা হয়ে থাকে।
যার ফলে বিনোদন বিশ্বেও স্থানটি বিশেষভাবে পরিচিত। সেই টাইমস স্কয়ারে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। সেখানকার সড়কে আলো-ঝলমলে রাতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
শনিবার (১৩ নভেম্বর) ছবিটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে, শাকিবের পরনে কালো রঙের একটি শীত পোশাক, মাথায় টুপি, হাতে টিস্যু মোড়ানো পানীয়র মগ।
হাসিমাখা মুখে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে। টাইমস স্কয়ারে শাকিবকে দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র ১ ঘণ্টায় ছবিটিতে ২৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যা প্রায় ২ হাজার। কমেন্টে প্রিয় নায়কের প্রতি ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।