কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব ও রুক্মিণীর প্রেমের বিষয়টি টালিপাড়ায় ওপেন সিক্রেট। বেশ কয়েকবার এই দুজনের বিয়ের খবরও চাউর হয়েছে। বরাবরই প্রেমের কথা স্বীকার করলেও বিয়ের বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই।
শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডায় দেব আবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তবে তার উত্তরের ধরন শুনে মনে হয়েছে বিয়ে করতে ‘ভয়’ পাচ্ছেন এই তারকা এমপি।
বিয়ের কথা উঠতেই দেবের যুক্তি— যে হারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভালো থাকাটাই বেশি জরুরি। বিয়ে তো যে কোনো দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে, তখন?
তবে বাকিদের মতো ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন কিনা জানতে চাইলে সেটিও এক কথায় নাকচ করেন অভিনেতা।
তার মতে, তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এখনই বিয়ের পিঁড়িতে বসতে মানসিকভাবে প্রস্তুত নন।
দেব আরও বলেন, আমার কাঁধে প্রচুর দায়িত্ব। সামনে প্রচুর কাজ। এ ছাড়া রুক্মিণী মাত্র বলিউডে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি বাংলাতেও কাজ করছে। আমি তার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।
তিনি বলেন, কাজ নিয়ে, ব্যস্ততা নিয়ে ভালো আছি। একইভাবে ভালো আছেন রুক্মিণীও। আমরা আপাতত এভাবেই থাকতে চাই। কারণ অসুখী দাম্পত্যের চেয়ে সুখী বন্ধুত্বে বিশ্বাস করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।