![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/Web_Photo_-3-1.jpg)
বৈশ্বিক চিপ ঘাটতি নিরসনের লক্ষ্যে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদক টিএসএমসিসহ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ২০২১ সালের সম্পূরক বাজেট থেকে পাঁচশ কোটি ২০ লাখ ডলারের তহবিল বরাদ্দ করেছে জাপান সরকার।
রয়টার্স জানিয়েছে, প্রণোদনার অংশ হিসেবে ৪০ হাজার কোটি ইয়েন টিএসএমসি’র নতুন কারখানায় বিনিয়োগ করবে জাপান সরকার।
দক্ষিণপশ্চিম জাপানের কুমামোতোতে স্থাপন করা হবে কারখানাটি। নভেম্বরের শুরুতেই জাপানের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান সনি’র সঙ্গে জোট বেঁধে সাতশ’ কোটি ডলার বিনিয়োগে নতুন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের খবর জানিয়েছিল টিএসএমসি।
রয়টার্স জানিয়েছে, জাপান সরকারের বরাদ্দকৃত তহবিলের বাকি অংশ খরচ করা অন্যান্য কারখানা স্থাপন প্রকল্পে, বিবেচনাধীন রয়েছে ওই প্রকল্পগুলো। বিবেচনাধীন প্রকল্পের তালিকায় মার্কিন চিপ নির্মাতা মাইক্রন টেকনোলজি ইনকর্পোরেটেড এবং জাপানের কিওশিয়া হোল্ডিংস-ও আছে বলে জানিয়েছে রয়টার্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।