ভারতের জাতীয় মহিলা ক্রিকেটে দলের অলরাউন্ডার ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা।
এদিকে, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের জুহুর একটি মাঠে তাকে ঘাম ঝরাতে দেখেছে ভারতীয় গণমাধ্যমগুলো। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি, বোলিং প্র্যাকটিস করতেও দেখা গেছে তাকে। সন্তান হওয়ার পরে কাজ থেকে ঠিক এক বছরের বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী।
তার পরেই আনুশকা জানান, ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর কাজ শুরু করতে চলেছেন তিনি। এ ছবির প্রযোজক আনুশকা ও তার ভাই কর্নেশ শর্মার সংস্থা ক্লিন স্লেট ফিল্মস।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।