জীবনের খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন ভারতীয় অভিনেত্রী নুসরত জাহান। মা হতে চলেছেন তিনি। তবে নিজের মা হওয়া নিয়ে এখন অবধি মুখে খোলেননি এই অভিনেত্রী।
হাজারো প্রশ্ন এড়িয়ে নীরবতাকে আপাতত আশ্রয় বানিয়েছেন নুসরাত।
রোজই ইন্সটাগ্রামে নিজের হাসিখুশি ছবি পোস্ট করছেন নুসরাত। ছবিতে তার চেহারার পরিবর্তনও নজর কাড়ছে। এদিকে তার দাম্পত্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রী ঘরবন্দি নন। সম্প্রতি বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে একটি শপিং মলে দেখা গিয়েছিল তাকে। তারও কয়েকদিন আগে একটি ফ্যাশন শুট করেছেন। সেই শুটেও মাতৃত্ব নিয়ে আলাদা কিছু বলেননি। তবে ব্যক্তিজীবনের সঙ্গে পেশাদার জীবনেও ব্যালান্স রাখছেন নুসরত। ইন্ডাস্ট্রির বিভিন্ন পরিচালককে জানুয়ারি মাস নাগাদ কাজের ডেট দিতে পারবেন বলে জানাচ্ছেন তিনি।
সেপ্টেম্বরেই নুসরাতের কোলজুড়ে সন্তান আসবে বলে জানা গিয়েছে। নুসরাতের বেবি বাম্প প্রকাশের পর আনুষ্ঠানিক বিচ্ছেদের জন্য তৎপর হয়ে উঠেছে নিখিল জৈন। এদিকে যশ-নুসরতের সম্পর্ক নিয়ে রয়েছে অনেক ধরণের সমীকরণ!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।