এবার বাংলাদেশি গানে কোমর দুলালেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুইপা। কৌশিক হোসেন তাপসের ফিচারিং-এ গানটির কথাগুলো এমন ‘নাচ ময়ূরী নাচ পেখম তুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ সব দুঃখ ভুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ হেলিয়া দুলিয়া নাচ।’

এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) মিউজিক ভিডিওটির টিজার টি এম রেকর্ডের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি পেয়েছে। তাতে দেখা যায়, ময়ূরের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরাত।

তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। টিজারটি ফেসবুকে প্রকাশের ৯ ঘণ্টার মধ্যে ভিউ দাঁড়িয়েছে ১১ লাখের উপরে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। খুব শিগগির পুরো গানটি মুক্তি পাবে।

বি/ সুলতানা