পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আর বিজেপির হয়ে লড়ছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তবে দুদলের মধ্যে যতই রেষারেষি থাকুক না কেন, তার কিন্তু একে অপরের ভাল বন্ধু। 

শুধু তাই নয়, তাদের বিশেষ সম্পর্ক নিয়েও এখনও টলিপাড়ায় তীব্র গুঞ্জন।

সম্প্রতি নুসরাত ও যশের নির্বাচনি প্রচারণার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যশ-নুসরতের ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে এ ছবি। সঙ্গে মানানসই ক্যাপশন, ‘দিদিমা, ঠাকুমার ভালোবাসায় উদ্ভাসিত যশ-নুসরত’!

ছবিতে তারা আশ্বস্ত করছেন প্রবীণ নাগরিকদের। আগের প্রজন্মের থেকে ভোট যুদ্ধে জেতার আশীর্বাদ নিচ্ছে এ প্রজন্ম। দুই তারকাই আদর, ভালোবাসা থেকে বঞ্চিত হননি।

ছবি দেখে আহ্লাদে আটখানা অনুরাগীর দল। যশ বিরোধী শিবিরে যোগ দেওয়ার পরেই রাতের ঘুম উড়েছিল তাদের। রাজনৈতিক মতবিরোধ কি ছায়া ফেলবে তাদের বিশেষ বন্ধুত্বে? দুশ্চিন্তায় কাঁটা হয়ে ছিলেন তারা।

আপাতত দুই পক্ষের মুখেই চওড়া হাসি। রং বদলালেও এখনও মন বদলাননি দুই তারকা।

দুই বছর আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান।  কিন্তু বিয়ের এক বছর পরই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টলিগঞ্জের ওপেন সিক্রেট। সঙ্গে যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতাও নজর কাড়ছে সবার।