টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তার স্বামী নিখিল জৈন। বুধবার (১৮ আগস্ট) ছিল এ মামলার শুনানি। কিন্তু এদিন মামলার শুনানি হয়নি। এর মধ্যে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে, নিখিলের সঙ্গে আইনি লড়াইয়ে আইনজীবী বদলে ফেলেছেন নুসরাত।
এতদিন নুসরাতের হয়ে মামলা লড়ছিলেন সৌমেন রায় চৌধুরী। তার পরিবর্তে নুসরাতের হয়ে আদালতে লড়বেন আইনজীবী চিন্ময় গুহ ঠাকুরতা। তবে নুসরাত কেন আইনজীবী পরিবর্তন করলেন, তা জানা যায়নি। ২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। কিন্তু এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। কয়েক মাস আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। নুসরাতের সঙ্গে নিখিলের রেজিস্ট্রি বিয়ে হয়নি, তাই অ্যানালমেন্ট করে আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। চলতি মাসে মা হতে যাচ্ছেন নুসরাত জাহান।
কিন্তু নিখিল দাবি করেছেন—এ সন্তানের বাবা তিনি নন। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম টলিউডের ওপেন সিক্রেট। নেটিজেনদের ধারণা, নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। কিন্তু বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত-যশ। তবে বর্তমানে একসঙ্গে থাকছেন তারা। একই লোকেশন থেকে ছবি দেওয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তারই প্রমাণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।