বলিউডের বাদশা শাহরুখ খান প্রযোজিত ‘ডার্লিংস’ সিনেমা ৯২ কোটিতে টাকায় বিক্রি করেছে। এটি কিনে নিয়েছে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। পিঙ্কভিলার বরাতে দিয়ে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনায় নির্মিত ‘ডার্লিংস’।
এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন আরেক জনপ্রিয় তারকা আলিয়া ভাট। এরই মধ্যে আলিয়া ভাট, বিজয় ভার্মা ও শেফালি শাহ এই সিনেমার শুটিং শেষ করেছেন।
‘ডার্লিংস’ সিনেমাটি ডার্ক-কমেডি ধাঁচের। যদিও নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবেন। তবে জন্য বেশ কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে আলাপ সেরেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। আর তা বিক্রি হয়েছে ৮০ কোটি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৯২ কোটি টাকার বেশি।
কলমকথা/ বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।