মারা গেছেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমার অন্যতম আলোচিত ও ব্যবসা সফল পরিচালক আজিজুর রহমান (৮৪)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই চিত্র নির্মাতা সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১৪ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে আজিজুর রহমানের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। আজিজুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুলের সমস্যায় ভুগছিলেন।

১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন আজিজুর রহমান। তার পরিচালিত প্রথম সিনেমা লোককাহিনী নির্ভর ‘সাইফুল মূলক বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

দীর্ঘ ক্যারিয়ারে আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

 

 

কলমকথা/ বিথী