বিনোদন জগত 
বাংলাদেশের মডেলিং জগতের আলোচিত মডেল নায়লা নাঈম। খোলামেলা ছবি ও ভিডিও দিয়ে দেশ ও দেশের বাহিরেও সমানভাবে পরিচিত পেয়েছেন।

আর এ কারণে নানা সমালোচিত হয়েছেন। তবে সেই সমালোচনার মুখে ঘি ঢেলে মডেলিংয়ে নানা চমক দেখিয়ে চলেছেন এই ডেন্টিস্ট।

সিনেমা থেকে শুরু করে টিভি নাটক, ওয়েব সিরিজেও দেখা মেলে তার। তবে অভিনয় বা মডেলিংয়ে না্য়লা নাঈমের মূল পেশা নয়।

নায়লা নাঈম একজন দন্ত চিকিৎসক। চিকিৎসা পেশার পাশাপাশি মডেলিং ও টুকটাক অভিনয়ও করে থাকেন তিনি।

কিন্তু তার মডেলিং বা চিকিৎসা পেশার জন্য যতটুকু না পরিচিত তিনি তার চেয়ে খোলামেলা ছবি ও বিতর্কে জড়িয়ে বেশি আলোচনায় থাকেন তিনি।

রাজধানীর আফতাবনগরে বি-ব্লকের-২ নং রোডের একটি বিল্ডিং এর ৭ম তলার দুইটি ফ্লাট তার মালিকানায়। ওই ফ্লাটের একটিতে তিনি বিড়াল পালছেন।

এছাড়া ভবনের নিচ তলায় তার একটি অফিস কক্ষ রয়েছে। অফিস কক্ষটি ডেন্টাল ডাক্তার হিসেবে নিজের চেম্বারের সাইনবোর্ড লাগানো।