বিনোদন রিপোর্টঃ
গীতিকার রুহুল আমিনের কথায় কন্ঠশিল্পী জুথি আঁখির কন্ঠে প্রকাশিত হলো চমৎকার মৌলিক গান।গানটির শিরোনাম “মনের মাঝে প্রেমের নদী”।
গানটির সুর ও সঙ্গীত পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় কন্ঠশিল্পী এবং কম্পোজার শামীম আশিক।
সোমবার আর এস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি স্টুডিও ভার্সন আকারে প্রকাশিত হয়েছে।
জানতে চাইলে শামীম আশিক বলেন, গানটি সব মিলিয়ে দারুণ হয়েছে, বিশেষ করে গীতিকার রুহুল আমিন ভাই গানটি খুব ভালো লিখেছেন। জুথির কন্ঠে গানটি বেশ হয়েছে।আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।
প্রসঙ্গে গীতিকার রুহুল আমিন বলেন,গানটি আমার লেখা গানগুলোর মধ্যে আমার খুব পছন্দের।
শামীম আশিক ভাই গানটির অসাধারণ মিউজিক করেছেন,কন্ঠশিল্পী জুথি আঁখি তার দরদী গলায় গানটি চমৎকার গেয়েছেন,সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।