অনেক দিন ধরে বলিপাড়ায় উড়ছে অভিনেতা ইশান কাট্টার ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন। এবার নতুন বছর একসঙ্গে উদযাপনের জন্য গোপনে উড়ে গিয়েছিলেন তারা।
যাওয়ার সময় সবার চোখ ফাঁকি দিলেও ফেরার পথে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন এই জুটি। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্যান্টের সঙ্গে কালো রঙের জ্যাকেট পরেছেন ইশান।
মাথায় টুপি, চোখে চশমা, মুখে মাস্ক। অন্যদিকে অনন্যার পরনে শীতের পোশাক ও মুখে মাস্ক। দুজনে পাশাপাশি হেঁটে এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন। তবে ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এ জুটির প্রেম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। নেটিজেনদের দাবি—গুঞ্জন নয় সত্যি প্রেম করছেন ইশান-অনন্যা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।