সম্প্রতি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে সাবেক এই মন্ত্রীর সাথে রয়েছেন অভিষেক বচ্চনও। এই ভিডিওটি ছিল পুরনো দিনের সাক্ষাৎকার। সেখানে অভিষেক বচ্চন জানান, একদিন বাবা অমিতাভ বচ্চন তাকে বলেন, ব্যবসা ভালো চলছে না।
আর সেদিনই তিনি ঠিক করেন অভিনয় শুরু করবেন। তাই বাবাকে সাহায্য করতে ক্যারিয়ারের শুরুতে প্রোডাকশন বয় হিসেবে কাজ শুরু করেন এই অভিনেতা। সেই ভিডিও সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘আমি বস্টন বিশ্ববিদ্যালয়ে লিবারেল আর্টসে মেজর করছিলাম।
পরে বাবা আর্থিক সমস্যা পড়ে যাওয়ায় পড়াশোনা ছেড়ে ছিলাম। এবিসিএল বলে একটি ব্যবসা শুরু করেছিলেন তিনি।’ ভিডিওটি শেয়ার করে সাবেক মন্ত্রী মিলিন্দ তার পোস্টে লেখেন, ‘আমার কাছের বন্ধু জুনিয়র বচ্চনের কথা বলছি।
বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড অভিনেতা। সেরাটা আসতে চলেছে।’ ওই পোস্টে একমত হয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘ইয়ো বেবি… আমরা এভাবেই করি!’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।