আবারও শুরু হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং পর্ব। আগামী ২০ নভেম্বর থেকে বাংলাদেশে টানা এর কাজ চলবে।
এ কারণে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় পা রেখেছেন চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগাল। সঙ্গে রয়েছে তার টিম। জানা যায়, গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথমদিন থেকেই অংশ নেবেন চিত্রনায়ক আরিফিন শুভ, ৫ ডিসেম্বর যুক্ত হবেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্র নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।