বিনোদন প্রতিবেদক: নটরডেম কলেজের সাবেক শিক্ষিকা, মাসিক শিক্ষাবার্তার সম্পাদক, শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা। তিনি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার নানা ত্রুটি, জাতীয় শিক্ষা নীতি, শিক্ষাক্রম, পশ্চাৎপদতা, বিজ্ঞান শিক্ষা, শিক্ষা ও শিক্ষকদের অধিকার ও কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে ১৯৮৪ থেকে ২০২১ পর্যন্ত তিনি বিভিন্ন পত্র-পত্রিকা, দেশ-বিদেশের সেমিনারে নানাধরণের লেখালেখি করে আসছেন।

তাথেকে সময়োপযোগী মূল্যবান প্রবন্ধসমূহের সমন্বয়ে সম্প্রতি প্রকাশ করেছেন “বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিপর্যয় ও উত্তরণেরর উপায়”। এতে বাংলাদেশের বিগত চল্লিশ বছরের শিক্ষার নানা বিষয় ও বিপর্যয়ের চিত্র অঙ্কিত হয়েছে।

ফলে এটি বাংলাদেশের একটি বিশেষ কালের শিক্ষাব্যবস্থার ইতিহাসের আকরগ্রন্থ হয়ে উঠেছে। আশা করছি, এ গ্রন্থটি জাতীয় শিক্ষার সংস্কার ও অগ্রযাত্রার ক্ষেত্রে দিক নির্দেশকের ভ‚মিকা পালন করতে সক্ষম হবে।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশের বই মেলায় পালক পাবলিশার্স এর স্টলে এবং প্রথমা, আজিজসুপার মার্কেটে।