ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে বাংলাদেশ শিল্পী সমিতির ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের প্রচারণার শেষ দিন ছিলো গতকাল বুধবার (২৬ জানুয়ারি) । ২৮ তারিখের ভোট যুদ্ধ হবে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সঙ্গে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের। বির্তক সৃষ্টি না করে শুধুমাত্র শিল্পীদের উন্নয়নে কাজ করবে এবারের নির্বাচিত প্যানেল এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তারকাদের আনাগোনায় মুখর সিনেমার আঁতুড়ঘর হিসেবে পরিচিত বিএফডিসি প্রাঙ্গণ। উপলক্ষ আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ২৮ জানুয়ারি নির্বাচন ঘিরে প্রতিদিনই আড্ডা বসেছে তারকাদের। প্রচারণা নিয়েও কেটেছে ব্যস্ত সময়।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, নির্বাচনে যারাই জয়ী হবেন তারা কাজ করবেন চলচ্চিত্রের উন্নয়নে। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ৪২৮ জন ভোটার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

 

কলমকথা/বি সুলতানা