সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ীকে নিয়ে স্মৃতি চারণ করেছেন আরেক জনপ্রিয় শিল্পী বাবুল সুপ্রিয়।

গণমাধ্যমে লেখা একটি চিঠিতে বাপ্পি লাহিড়ীর সঙ্গে কাটানো নানা সময়ের কথা উল্লেখ করেছেন তিনি। বাবুল সুপ্রিয় লেখেন, বাংলা মাটির গান থেকে অনুপ্রাণিত হয়েই ‘প্যায়ার বিনা চয়ন কাহা রে’-র মতো কাল্ট হিট গান তৈরি করে ফেলেছিলেন। ওয়ার্ল্ড মিউজিক নিয়েও চর্চা ছিল। ভারতের সঙ্গে ইলেকট্রনিক ডান্স মিউজিক মানে ইডিএম-এর পরিচয় করার নেপথ্যেও বাপ্পি লাহিড়ী রয়েছেন। মনে আছে তানজানিয়াতে যখন তার সঙ্গে ছিলাম, তখন খুব বাড়ির খাবার মিস করছিলাম। উনি আমাকে পোস্ত-ভাত খাইয়েছিলেন। তার গানে আফ্রিকান গানের বিটস, ছন্দের থেকে অনুপ্রাণিত হয়েও গান কম্পোজ করে ফেলেছেন। এটা অবশ্যই সবার মনে রাখা উচিত যে, বাপ্পি লাহিড়ী কিন্তু কোনো দিন কারও নকল করেননি, বরং বিভিন্ন ধরনের সংগীত শুনে অনুপ্রেরণা পেয়েছেন। এ প্রসঙ্গে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বলব।

উনি রসিকতা করে বলতেন, বাপ্পিকে একটা খবরের কাগজ দিয়ে দাও, ওটাকেও গান বানিয়ে ফেলবে। এমনকি, ইইকনিক গিটার বাদক টুবান সূত্রধরও বলেছিলেন, সিনেমার প্রযোজকদের বাপ্পিদা কীভাবে গান বোঝাতেন। যেটা আজ অবধি কেউ করে দেখাতে পারেননি।