একজন মডেল হিসেবেই মিডিয়ায় যাত্রা শুরু হয় শাহেদ শরীফ খানের। মডেলিংয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার সময়টাতে অভিনয়েও যুক্ত হন তিনি। এরপর অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা পান শাহেদ। করোনার কারণে দীর্ঘ সময় মডেলিংয়ে বিরতি ছিল তার। কয়েক মাস আগে থেকে সেই বিরতি ভেঙেছেন শাহেদ।
সেই ধারাবাহিকতায় নতুন একটি টিভি বিজ্ঞাপনে আবারো মডেল হচ্ছেন তিনি। চলতি মাসেই এটির শুটিং শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে শাহেদ বলেন, বিজ্ঞাপনে কাজ করতে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ এ বিজ্ঞাপনের মডেলিংয়ের কারণেই সবাই আমাকে প্রথম চেনেন। তাই নাটক সিনেমার অভিনয়ে ব্যস্ত থাকলেও বিজ্ঞাপনে মডেলিং করতে আমার কোনো অনাগ্রহ নেই। মডেলিং এবং অভিনয় এই দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে যেতে চাই আমি।
এজন্য সবার কাছে দোয়া চাই। এদিকে রফিকুল ইসলাম বুলবুলের পরিচালনায় ‘এই মন পাবে শুধু কষ্ট’ নামের একটি ছবিতে বর্তমানে অভিনয় করছেন শাহেদ। এটির কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। ছবিটিতে তার সহশিল্পী মৌসুমী। এছাড়া ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরা’ নামের আরেকটি ছবির কাজ শেষ করেছেন কিছুদিন আগে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।