নেকাব ও হিজাব পরেই খাবার খাচ্ছিলেন এক নারী। এক হাত দিয়ে নেকাব সরিয়ে অন্য হাত দিয়ে খাবার খাচ্ছিলেন তিনি। আর তার সেই খাবার খাওয়ার ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। এক টুইটার ব্যবহারকারী সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’

তার সেই টুইটটি চোখে পড়েছে একসময়ের বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমের। তিনি সেই প্রশ্নকারীর জবাবে পাল্টা লিখেছেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি।

এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’

জায়রা ওয়াসিমের এই মতামতকে সমর্থন করেছেন তার অনুসারীরা। তারা লিখেছেন, ‘আপনার উত্তর পছন্দ হয়েছে, সম্পূর্ণরূপে এটা আমাদের পছন্দ।’ অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাদের একা ছেড়ে দিন।’

আরেকজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’ প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০ জুন ভক্তদের অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিম ঘোষণা করেন তিনি বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। তিনি আর পর্দায় কাজ করতে চান না। নিজের ধর্মের প্রতি বিশ্বাস থেকেই তার এই সিদ্ধান্ত।