‘পিয়ানো ম্যান’ গানের জন্য খ্যাত সঙ্গীত কিংবদন্তী বিলি জ্যোল টেইলর সুইফ্টকে বিটলসের সঙ্গে তুলনা করে জানিয়েছেন সুইফ্ট হলেন বর্তমান প্রজন্মের ‘ফ্যাব ফোর’। বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পীদের সম্পর্কে জানতে চাইলে জ্যোল ইউএসএ টুডেকে বলেন, অ্যাডেল অসাধারণ গায়িকা, বিগত দিনের (বারবারা) স্ট্রাইস্যান্ডের মত।
টেইলরও (সুইফ্ট) দারুণ প্রতিভাবান গায়িকা। সে ভাল গান করছে, তার গানগুলোও অতুলনীয় আর সে বিশাল। তাকে অনেক বেশি মার্ক দিতেই হয়। সে সঙ্গীতকে বোঝে, গান লেখে ঠিক সেই যুগে বিটলসের মত। ৭৩ বছর বয়সী সঙ্গীত কিংবদন্তী বলেন,
আমার সন্তানরা পপ গান শোনে। আমি আর সেভাবে এসব গান শুনি না, তাদের সঙ্গে গাড়িতে থাকলে তারা রেডিও চালিয়ে দেয় আর আমাকে সব তথ্য জানিয়ে দেয়। একদিন ডেলা বাসায় ফিরে বলল, ‘বাবা, সবাই জানে তুমি কে’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।