গত ২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে এএফআই ফেস্টিভ্যালে প্রিমিয়ারের অ্যাপল টিভিতে অবমুক্ত করা জনপ্রিয় সংগীতশিল্পী সেলেনা গোমেজের জীবনী নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘সেলেনা: মাই মাইন্ড অ্যান্ড মি’।

এতে উঠে এসেছে সেলেনার সংগীতজীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা তথ্য।

যখন আমার বয়স ২০ বছর তখন মনে হতো জীবনটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তখন মনে হতো আত্মহত্যা একমাত্র সমাধান। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ভালো খারাপের তফাৎ করতেও ব্যর্থ হচ্ছিলাম।
সেলেনা গোমেজ

এতে সেলেনা বলেন, ‘একটা সময় ভেবেছিলাম আমি না থাকলে পৃথিবী আরও ভালো হবে।’ এ প্রসঙ্গে সেলেনা আরও বলেন, ‘যখন আমার বয়স ২০ বছর তখন মনে হতো জীবনটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তখন মনে হতো আত্মহত্যা একমাত্র সমাধান। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।

ভালো খারাপের তফাৎ করতেও ব্যর্থ হচ্ছিলাম। সব মিলিয়ে দিনদিন মানসিক অবসাদ ঘিরে ধরছিল। মনে হয়েছিল বিষণ্ণতার আবরণে ঢাকা এই জীবন শিগগিরই শেষ করে দিতে হবে।’

গোমেজ গণমাধ্যমে শেয়ার করেছেন যে, পরবর্তীতে তার মাধায় শুভ বুদ্ধির উদয় হয় এবং ২০১৮ সালে বেশ কয়েক মাস ধরে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। এ সময় সাইকোসিস এবং বাইপোলার রোগ নির্ণয় করতে তাকে প্রচুর ওষুধ সেবন করতে হয়।