বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। পাত্র আহমেদ রাহি, পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট।

বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ০২-০২-২০২২ তারিখে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সারিকা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সারিকা বলেন, দুই পরিবারের উপস্থিতিতে আমাদের ধানমন্ডির বাসায় ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে৷ এর আগে ১২ ডিসেম্বর বাগদান হয়। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা।