ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার পবন কল্যাণের অসংখ্য ভক্ত রয়েছে পুরো বিশ্বজুড়েই। নিজ রাজ্যে তার জনপ্রিয়তা যে আকাশচুম্বী। প্রায়ই গাড়ি নিয়ে যাতায়াত করার সময় এই অভিনেতাকে ঘিরে ধরেন তার লাখো ভক্তকুল।
পবনও ভক্তদের সঙ্গে গাড়ি থামিয়ে কথা বলেন। তবে হাজারো মানুষ থাকায় তিনি গাড়ি থেকে বের হতে পারেন না। সম্প্রতি সম্প্রতি অন্ধ্রপ্রদেশের নরসপূরমে এমনই এক পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন পবন কল্যাণ। হাজারো রক্তের ভিড়ে গাড়ি থেকে নামতে না পেরে গাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে কথা বলতে থাকেন তিনি। হুট করে এক ভক্ত উঠে পড়েন পবনের গাড়িতে।
আচমকা এভাবে উঠে পড়ায় পবনের সঙ্গে কিছুটা ধাক্কা লাগে তার। সেই ধাক্কায় ছিটকে পড়েন দক্ষিণী সিনেমার এই মহানায়ক। তবে ভাগ্য ভালো হওয়ায় মাটিতে না পড়ে গাড়ির ছাদের ওপরেই পড়েন পবন। খুব ঠান্ডা মাথায় পুরো বিষয়টিকে সামাল দেন এই অভিনেতা। পড়ে যাওয়ার পরও তার এই অঙ্গভঙ্গির জন্য দারুণ প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনের মাঝে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।