বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত ডিসেম্বরে বিয়ে করেছেন তারা।
এদিকে কয়েকদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। বিয়ের পর এটিই ভিকি ও ক্যাটরিনার প্রথম ভালোবাসা দিবস। কিন্তু তাদের মাঝে ‘কাবাবের মধ্যে হাড্ডি’ হলেন সালমান খান। তার কারণে বিশেষ দিনটি একসঙ্গে কাটানো হচ্ছে না ভিকি-ক্যাটরিনার।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে শুটিং আছে ক্যাটরিনার। সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং করবেন তিনি। ‘দাবাং’ অভিনেতার সঙ্গেই এই দিন শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে তাকে। জানুয়ারিতেই সিনেমাটির শেষ শিডিউলের শুটিং শেষ করার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে দিল্লির শিডিউল পিছিয়ে যায়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে। ১৫ দিন ধরে চলবে শুটিং।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা। বিয়েতে লাল রঙের লেহেঙ্গায় সাজেন ক্যাটরিনা। তার এ লেহেঙ্গা ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জি। অন্যদিকে, শেরওয়ানি আর বরমালা পরে একগাল চওড়া হাসি নিয়ে নতুন জীবন শুরু করেন ভিকি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।