আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সবসময়ই বিশেষ শ্রদ্ধাশীল দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা। এ বছর ভাষা দিবসে (গতকাল) ভারতের কলকাতার ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র শুটিংয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছিলেন এই অভিনেত্রী।
এ দিনের শুটিং শেষে ইউনিটের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করতে ছোট্ট একটি আয়োজনে বাজানো হয় একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। হঠাৎ নিজ দেশের ভাষা শহীদদের স্মরণে তৈরি গানটি শুনে অঝোরে কাঁদতে থাকেন মিথিলা।
এসময় তাকে বুকে টেনে নেন সহকর্মীরা। মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেন। যে দৃশ্যের একটি ভিডিও এরইমধ্যে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। যেখানে ঝরছে মিথিলার জন্য সবার অকুণ্ঠ ভালোবাসা।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।