আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সরগরম এফডিসি। তারকাদের আনাগোনায় মুখর সিনেমার আঁতুড়ঘর হিসেবে পরিচিত এ আঙিনা।
দুই প্যানেলের প্রার্থীরা ব্যস্ত তাদের জয় নিশ্চিত করতে। ছুটছেন ভোটারদের কাছে। দেশের জনপ্রিয় ও ব্যস্ত শিল্পীরা সব ব্যস্ততা ভুলে লড়ছেন ভোটের মাঠে। আবার যারা কোনো প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে না, তারাও নিয়মিত উঁকি দিচ্ছেন শিল্পী সমিতির আশেপাশে। এদিকে দেশের জনপ্রিয় ও আলোচিত অনেক শিল্পীই আছেন এই নির্বাচনের আমেজ থেকে বেশ দূরে।
কাজের ব্যস্ততা কিংবা নির্বাচনের প্রতি অনাগ্রহের কথা বলে ভোটের লড়াই থেকে দূরে আছেন যে সব শিল্পীরা, তাদের মধ্যে অন্যতম ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি নিজেও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নেতা ছিলেন। এবারের নির্বাচনে কোনো আলোচনায়ই নেই শাকিব খান। নভেম্বর থেকে আছেন আমেরিকায়।
ঢালিউডের বর্তমান সময়ের আরেক আলোচিত নায়ক আরিফিন শুভ তিনিও আছেন নির্বাচন থেকে দূরে। সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছেন এই নায়ক। চিত্রনায়িকা মাহিয়া মাহি, সম্প্রতি নানা ইস্যুতে আলোচনায় থাকলেও মাহি নেই এবারের নির্বাচনী কোনো আলোচনায়।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।